Logo
Logo
×

রাজধানীর খবর

গাছ নিয়ে মারামারি

ডেমরায় দুই ভাতিজাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ডেমরায় পেঁপে গাছের ডাল বাঁকা করাকে কেন্দ্র করে শিহাব ও ফয়সাল নামে দুই ভাতিজাকে কুপিয়ে জখম করেছে চাচা-চাচি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত চাচা রহমত উল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। ওই দিন সকালে ভুক্তভোগী দুই ভাইয়ের মা সাবিনা ইয়াসমিন তার দেবর রহমত উল্লাহ ও তার স্ত্রী কারিমার বিরুদ্ধে মামলা করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শুকুরশী এলাকার সলিমুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, চাচা-চাচি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে শিহাবের হাত কেটে যায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার বড় ভাই ফয়সালকেও বেলচা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন অভিযুক্তরা। এ ঘটনায় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম