ডেমরায় শিশু ধর্ষণ চেষ্টা, গ্রেফতার যুবক কারাগারে
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নেওয়াজ শাফায়েত নামের এক যুবককে শনিবার গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠানো হলে বিকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাত দেড়টায় ভুক্তভোগীর মা এ বিষয়ে থানায় মামলা করেন। শাফায়েত নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী গ্রামের মৃত শরিয়ত উল্ল্যার ছেলে। বর্তমানে সে ডেমরার ভুট্টু চত্বর এলাকায় বসবাস করছে। গত ১৪ ডিসেম্বর হাজী বাদশা মিয়া রোডের একটি ফার্নিচার দোকানের পেছনে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে শাফায়েত।
ভুক্তভোগীর মা বলেন, ১৪ ডিসেম্বর রাত সাড়ে আটটায় পার্কিং করা অটোরিকশায় তার ৯ বছরের বড় মেয়ে, ৮ বছরের ছোট মেয়ে ও ৭ বছরের ভাতিজি খেলছিল। এ সময় অভিযুক্ত শাফায়েত শিশুদের চিপস কিনে দেয় ও পরে বড় মেয়েকে ফার্নিচারের দোকানের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ছোট মেয়ে ঘটনাস্থলে এসে বাবা আসছে বলে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে তার বাসার সামনে দেখে ভুক্তভোগী চিনে ফেলে। এ সময় মা ও মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, শাফায়েতকে গ্রেফতার করা হয়েছে।
