Logo
Logo
×

রাজধানীর খবর

শহীদ মিনার এলাকায় ছবি পোস্টার ব্যানার লাগানোয় নিষেধাজ্ঞা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শহীদ মিনার এলাকায় ছবি পোস্টার ব্যানার লাগানোয় নিষেধাজ্ঞা

ফাইল ছবি

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোয় কোনো ছবি, পোস্টার ও ব্যানার লাগানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পাশাপাশি একুশে ফেব্রুয়ারির আগে শহীদ মিনারে কোনো সংগঠন কর্তৃক কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজসজ্জার কাজ শুরু হবে। সেজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

শহীদ মিনার এলাকা পোস্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম