উত্তরা-মতিঝিল রুটে নামছে এসি বাস
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিটল নিলয় গ্রুপ নগরীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাসসেবা চালু করতে যাচ্ছে। এ বাস পরিচালিত হবে গ্রীন ঢাকা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। উত্তরা আবদুল্লাপুর থেকে কুড়িল, বসুন্ধরা গেট, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল চলাচল করবে এই বাস। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ভাড়া ঠিক হয়েছে ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ৬০ টাকা। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ মঙ্গলবার দুপুরে রমনা পার্কে এই বাস সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ৩০টি বাস দিয়ে এপ্রিলের প্রথম দিন থেকে এই সেবা শুরু হবে। পরের মাসে আরও দশটি বাস এই বহরে যুক্ত হবে। তখন উত্তরা থেকে বাসগুলো চলাচল করবে পোস্তগোলা পর্যন্ত। টাটা মোটর্সের তৈরি এসব বাসের যাত্রী ধারণ ক্ষমতা ৫০ জন। উদ্বোধনের সময় বাসের গায়ে ‘ঢাকার চাকা’ লেখা থাকলেও এসব বাস ‘গ্রীন ঢাকা’ নামে চলাচল করবে বলে জানিয়েছেন গ্রীন ঢাকা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল্লাহ মামুন। ভাড়া একটু বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্নে মামুন বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের রক্ষণাবেক্ষণ খরচ বেশি। ভাড়া থেকে ১৫ শতাংশ করে ভ্যাট দিতে হবে। সব হিসাব করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, আবদুল্লাহপুর মাসকট প্লাজা সংলগ্ন কাউন্টার থেকে ছেড়ে গ্রীন ঢাকার বাস উত্তরা জসিমউদ্দিন, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা লিংক রোড এবং সবশেষ রামপুরা ব্রিজ কাউন্টার থেকে যাত্রী তুলবে।
