সোহরাওয়ার্দী উদ্যান
বিকাল হলেই জমজমাট আড্ডা মাদকসেবীদের
বিল্লাল হোসেন
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল হলেই মাদকসেবীদের জমজমাট আড্ডা বসে। অনেকে দলবদ্ধ হয়ে আড্ডার ফাঁকে আবার কেউ কেউ গানের তালে তালে গাঁজা সেবন করে। এর পাশাপাশি চলে জুয়ার আসরও। পুলিশ জানায়, এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিকালে সরেজমিনে উদ্যানের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা যায়, তরুণদের একাধিক গ্রুপ প্রকাশ্যে গাঁজা সেবন করছে। এদের মধ্যে কিছু তরুণীও রয়েছে। কেউ গাঁজার স্টিক বানিয়ে দিচ্ছে, কেউ সেবন করছে। শিশু পার্কের পেছন থেকে শুরু করে মুক্তমঞ্চ পর্যন্ত উদ্যানজুড়ে সারি সারি বৃক্ষের ফাঁকে দেখা যায় গাঁজা সেবনের এ চিত্র। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের পাশেও একই চিত্র। উদ্যানের পুলিশ এসব মাদকসেবীকে দেখেও না দেখার ভান করে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উদ্যানে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখানে কাকে ধরে নিয়ে যাবেন! সব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরাই এখানে গাঁজা সেবন করে, ধরে নিয়ে গেলে থানায় গিয়ে সব জড়ো হয়, হলের পরিচয় দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে।’ জানা যায়, উদ্যানে মাদক সরবরাহ করে একটি শক্তিশালী সিন্ডিকেট। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই তাদের টার্গেট। টোকাই ও হকারদের মাধ্যমে তারা সেবনকারীদের হাতে মাদক পৌঁছে দেয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসে মাদকে আসক্ত হয়ে পড়ছে অনেকে। একপর্যায়ে নিয়মিত সেবন করতে হয়। এদিকে সন্ধ্যা নামলে উদ্যানে নানা অসামাজিক কার্যকলাপও শুরু হয়। সপরিবারে উদ্যানে আসা এক ব্যক্তি বলেন, ছুটির দিন বাচ্চাকে নিয়ে ঘুরতে এলাম। কিন্তু মাদকসেবীদের কারণে এমন বাজে পরিবেশ হয়েছে। ঘুরতে এসে বরং বাচ্চার ক্ষতি হচ্ছে। স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের নাছির উদ্দীন সরকার বলেন, আমাদের সমাজের কিছু তরুণ-তরুণী মনে করে গাঁজা সেবন করলে কনসেনটেশন বৃদ্ধি পায়, কিন্তু এ কথার কোনো ভিক্তি নেই। নিয়মিত মাদক সেবনের কারণে দিন দিন মানুষের বিচার-বুদ্ধি কমে যায়, অর্জিত জ্ঞান ধীরে ধীরে হ্রাস পায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন বলেন, মাদক এমন একটি সমস্যা আমি কিংবা মেয়রের পক্ষেও এটা সমাধান করা সম্ভব নয়। এর একমাত্র সমাধান করতে পারে পুলিশ। শাহবাগ থানার এসআই সাহেব আলী বলেন, মাদকসেবীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রতিদিন গ্রেফতার করছি, মামলা দিচ্ছি। আজও এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
