ওয়ার্ড পরিক্রমা (দক্ষিণ সিটি) ১নং ওয়ার্ড
অটোরিকশার দৌরাত্ম্য
ফুটপাত দখল করে দোকানপাট * ভূগর্ভস্থ বিদ্যুতের ধীরগতির উন্নয়ন কাজে ভোগান্তি * খিলগাঁওয়ে বিশুদ্ধ পানির অভাব ও গ্যাস সংকট
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া (ডেমরা) ও আখিনূর আক্তার (রামপুরা)
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ নম্বর ওয়ার্ডের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক ও মিশুক। এতে সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটসহ নানা প্রতিবন্ধকতা লেগেই থাকে।
খিলগাঁওয়ে বিশুদ্ধ পানির অভাব ও চরম গ্যাস সংকট রয়েছে। বর্তমানে এখানকার গুরুত্বপূর্ণ সড়কগুলো কেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের ধীরগতির উন্নয়ন কাজে অধিবাসীদের ভোগান্তি বেড়েছে। পাশাপাশি মার্কেট ও গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে চলছে চাঁদাবাজি। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডটি খিলগাঁও এলাকার ব্লক-এ ও ব্লক-সি নিয়ে গঠিত। এলাকাটি সংসদীয় ঢাকা-৯ আসনভুক্ত ও ডিএসসিসির অঞ্চল-২ আঞ্চলিক কার্যালয়ের অন্তর্ভুক্ত। ওয়ার্ডের পূর্ব গোড়ান, পশ্চিমে মালিবাগ, উত্তরে তালতলা ও দক্ষিণে বাসাবো অবস্থিত। এটির আয়তন প্রায় ৬ বর্গ কিলোমিটার। ১৯৬০ সালে পরিকল্পিত আবাসিক এলাকা হিসাবে খিলগাঁও গড়ে ওঠে। তৎকালীন কমলাপুর স্টেশন নির্মাণকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খিলগাঁওয়ে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে এখানে আধুনিক বহুতল ভবনসহ বিভিন্ন বসতবাড়িতে স্কুল-কলেজ, হাসপাতাল ও রেস্তোরাঁসহ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে।
সরেজমিন দেখা গেছে, খিলগাঁও এ ব্লক, তারাবাগ, প্রভাতিবাগ, তিলপাপাড়া, ঝিলপাড়, ইমামবাগ এলাকার সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত বিপজ্জনক অটোরিকশা-ইজিবাইক ও মিশুক। আর সড়কের দুপাশে ফুটপাত দখল করে দোকানপাট ও ভ্যানগাড়িতে কাঁচামাল বিক্রিসহ বিভিন্ন দ্রব্যের দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। একই চিত্র চোখে পড়েছে ‘সি ব্লক’ উত্তর ও ‘সি ব্লক’ দক্ষিণ, জোড়পুকুর খেলার মাঠ, আনসার ক্যাম্প রোড, নাদের স্মৃতি সংসদ রোড, খিলগাঁও রোড, গোড়ান রোড, সিপাহীবাগ রোড, নিউ কলোনি ও বটতলা এলাকায়।
খিলগাঁও মডেল কলেজের সামনে নির্মাণসামগ্রী ও গৃহস্থালির আবর্জনা ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এদিকে সামান্য বৃষ্টি হলেই কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সিপাহীবাগ এলাকার বাসিন্দা মামুন বলেন, আমাদের ওয়ার্ডে নতুন করে শুরু হওয়া অনিয়ম ও অব্যস্থাপনায় অতিষ্ঠ মানুষ। সড়কে, মার্কেটের সামনে, স্কুল-কলেজ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে কোথাও শান্তিপূর্ণভাবে চলা যায় না। একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ডিএসসিসির তালতলা সুপার মার্কেট, শহীদ বাকী সড়ক, সিপাহিবাগসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা-ইজিবাইকের তীব্র যানজট লেগে থাকে। এছাড়াও সড়কের দুপাশে পার্কিং করে রাখা হয়েছে গাড়ি। এখানকার তালতলা ডিএসসিসির মার্কেট ও শহীদ বাকী সড়কের দুপাশে রেস্তোরাঁ ও নানা ব্যবসার দোকান স্থাপন করা হয়েছে। ফুটপাত দখল করেও অনেক দোকানপাট স্থাপন করা হয়েছে। এসব রেস্তোরাঁ ও দোকানের ক্রেতারাও ব্যক্তিগত গাড়ি সড়কে পার্কিং করে রাখেন। এখানে তালতলা মার্কেটে ৫ শতাধিক দোকানপাটসহ কাঁচা বাজারে দোকানপাট রয়েছে দুই শতাধিক। আশপাশের এলাকার মানুষসহ প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ কেনাকাটা ও বাজার করতে এসে নানা প্রতিবন্ধকতায় পড়েন। বিশেষ করে খিলগাঁও রেলগেট সংলগ্ন তিলপাপাড়া সড়কে প্রতিদিন মাছের গাড়ি এসে সড়ক নোংরা করে। এক্ষেত্রে ওখানে মাছের বাজারটির ব্যবসায়ীরা মাছের দুর্গন্ধযুক্ত নোংরা পানি ও মাছের উচ্ছিষ্ট সড়কে ফেলে পরিবেশ বিপন্ন করে। এতে এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে।
খিলগাঁও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান যুগান্তরকে বলেন, ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এ ওয়ার্ডে ঢাকা-৯ আসনের নয়ন মনি মির্জা আব্বাসের নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়ার সব অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। এদিকে, ৫ আগস্টের পর সব ওয়ার্ড কাউন্সিলর শূন্য হয়ে পড়ায় প্রথমদিকে নাগরিক সেবা বন্ধ থাকলেও পরবর্তীতে ওয়ার্ড সচিবরা দায়িত্ব পালন করছেন। এক্ষেত্রে আগের মতো কোনো ওয়ার্ডের মানুষ সেবা পাচ্ছে না বলে অভিযোগ।
এ বিষয়ে ওয়ার্ডটির দায়িত্বররত সচিব আনজুম আরা সরকার রজনী যুগান্তরকে বলেন, পূর্ব পরিচয় ও নিয়ম অনুযায়ী আগে কাউন্সিলরের মাধ্যমেই সবাই সরাসরি সেবা পেত। বর্তমানে সেবাগ্রহীতাদের আবেদন জমা নেওয়ার পর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। পরে তিনি প্রয়োজনীয় সব ডকুমেন্টে যাচাই-বাছাই করে তার স্বাক্ষরিত সব ধরনের নাগরিক সনদ প্রদান করেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য ডিএসসিসির অঞ্চল-২ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কমর্কতা (উপ-সচিব) মো. রেজাউল করিমকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
