বিরতিহীন বৃষ্টিতে চরম দুর্ভোগে নগরবাসী
যানজট-জলজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে বৃহস্পতিবার দিনভর বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। কর্মব্যস্ত মানুষ, স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগ মাড়িয়ে যার যার গন্তব্যে গেছেন। খেটে খাওয়া মানুষও বৃষ্টি উপেক্ষা করে সড়কে নামেন। রিকশা ও অটোরিকশাচালকদের বৃষ্টিতে ভিজে যাত্রী পরিবহণ করতে দেখা যায়। বৃষ্টির কারণে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা বেশি ভাড়া আদায় করেছেন বলে যাত্রীরা অভিযোগ করেন।
সরেজমিন দেখা যায়, বিরতিহীন বৃষ্টির কারণে বৃহস্পতিবার সড়কে নেমেই বৃষ্টির সঙ্গে লড়াই করতে হয়েছে নগরবাসীকে। মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে তৈরি হয় প্রচণ্ড যানজট। চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়ে জনজীবন। ভুক্তভোগীরা জানান, যানজট আর জমে থাকা কাদাপানি পেরিয়ে সবাইকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। বাড়তি ভোগান্তি যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সাধারণত কর্মব্যস্ততা বেশি থাকে। কিন্তু এদিন ভোর থেকেই বৃষ্টির কারণে স্কুল-কলেজ, অফিস-আদালতগামীসহ কর্মজীবীরা পড়েন বিপাকে। এই পরিস্থিতিতে অনেককে ছাতা মাথায় গন্তব্যে হাঁটতে দেখা গেছে। অনেকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশায় চড়েই ছুটেছেন কর্মস্থলে। যারা ছাতা নিয়ে বের হতে পারেননি, তাদের যাত্রীছাউনি বা কোনো ভবনের নিচে আশ্রয় নিতে দেখা যায়। জলাবদ্ধতা-ভোগান্তির বৃষ্টিতে ভিজেই গাড়িতে উঠতে হয় অফিসগামী যাত্রীদের।
তবে দমকা হওয়ার কারণে কম-বেশি সবাইকেই ভিজতে হয়েছে। নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টিতে যানজট তৈরি হওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়েন যাত্রী-পথচারীরা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি দিনভর ঝরেছে। বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডাসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। ফলে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
