পরিবহণ সেবা
ঢাকা-গাইবান্ধা বাসের সূচি
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার তাগিদ কিংবা নানা প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ঢাকায় ছুটে আসছেন হাজারও মানুষ। আবার নাড়ির টান কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী থেকে দেশের জেলাগুলোতে মানুষের যেতে হয়। ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কেন না, নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে গাইবান্ধা জেলার বাসের সময়সূচি-
গাইবান্ধা : প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে গাইবান্ধার উদ্দেশ্যে একাধিক বাস ছেড়ে যায়। এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, অরিন ট্রাভেলস, আল হামরা পরিবহণের বাসগুলো ঢাকা টু গাইবান্ধা রুটে চলাচল করে। মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল ৭:৩০, দুপুর ১টা, বিকাল ৩টা, রাত ১০:৩০ ও ১১:৩০ মিনিটে ছেড়ে গিয়ে আল হামরা পরিবহণের বাস বগুড়া-মোকামতলা-গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী হয়ে গাইবান্ধায় পৌঁছে। বিকাল ৫:৩০ ও রাত ১১টায় নন এসি বাসগুলো মহাখালী থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছাড়ে। একই টার্মিনাল থেকে সকাল ৭:১৫ মিনিট থেকে বিরতি দিয়ে বেলা ৩টা পর্যন্ত গাইবান্ধার উদ্দেশ্যে ঢাকা থেকে বাস ছাড়ে অরিন ট্রাভেলস। উত্তরার আব্দুল্লাহপুর থেকেও অরিন ট্রাভেলস বাসের টিকিট পাওয়া যায়।
