Logo
Logo
×

রাজধানীর খবর

পুলিশের ছুটি বাতিল, র‌্যাবের টহল জোরদার

ঈদের ছুটিতে থাকবে তিন ধাপের নিরাপত্তা

বাসে ওঠার সময় সবার ছবি নেওয়ার নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

ইকবাল হাসান ফরিদ

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদের লম্বা ছুটিতে তিন ধাপের নিরাপত্তায় মোড়ানো থাকবে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও যাতে নির্বিঘ্নে, নিরাপদে উদ্যাপন করা যায় সেই বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদে বাতিল করা হয়েছে পুলিশের ছুটি। মানুষের নিরাপদ যাত্রা ও ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে। রাজধানীসহ সারা দেশের হাইওয়ে, লঞ্চ ও রেলস্টেশন, বাস টার্মিনাল, বিপণিবিতান ও আবাসিক এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ১০ দিনের লম্বা ছুটি। ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন প্রায় এক কোটি মানুষ। এতে রাজধানীর বাসাবাড়ি ফাঁকা হয়ে যায়। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই সময়ে নিজেদের বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। চুরি-ছিনতাই রোধে টহল পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করতে রাখা হয়েছে বিশেষ ইউনিট।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ঈদের আগে, ঈদের সময়ে এবং ঈদের পরবর্তী সময় এই তিন ধাপে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পশুর হাটে চাঁদাবাজি বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ। দেশজুড়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। সবার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশপ্রধান নিজেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করবেন।

ডিএমপি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ডিএমপির পক্ষ থেকে ১৮ দফা পরামর্শমূলক নির্দেশনা দেওয়া হয়েছে নগরবাসীর উদ্দেশে। ঈদের ছুটিতে স্বাভাবিক সময়ের চেয়ে ডিউটি, টহল ও চেকপোস্ট বাড়ানো হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি পাড়া-মহল্লায় সাদা পোশাকে নজরদারিতে থাকবেন পুলিশ সদস্যরা। পাশাপাশি অক্সিলারি ফোর্সও কাজ করবে নিরাপত্তা নিশ্চিতে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঈদে ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধেও থাকবে কঠোর অবস্থান। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীর ছদ্মবেশে বাসে ডাকাতি ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেওয়ার নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঈদের ছুটিতে পশুর হাট, কুরবানি, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনাসহ সবক্ষেত্রে যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে তৎপর রয়েছে র‌্যাব। পশু বহনে চাঁদাবাজি রুখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। সড়কপথে র‌্যাবের টহল কার্যক্রম চলছে। র‌্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি করছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, নগরবাসীর উদ্দেশে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা মানা, কোনো ঘটনা-দুর্ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় অবহিত করা, নগদ টাকা বহনে পুলিশ এসকর্ট নেওয়ারও আহ্বান জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলেন, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ও রেলওয়ে পুলিশ কাজ করছে। এছাড়া এপিবিএন, সিটিটিসিসহ অন্যান্য ইউনিট নিরাপত্তামূলক ফোর্সের সঙ্গে একীভূত হয়ে কাজ করছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার থেকে আমি নিজেই মাঠে নামব। ঢাকা রেঞ্জের ১৩ জেলার প্রতিটি পয়েন্টে মনিটরিং করা হচ্ছে। মহাসড়কে যানজট নিরসন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম