বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উত্তর বাড্ডার একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, সুমীর স্বামীই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। রোববার রাত পৌনে ১১টায় উত্তর বাড্ডা খাজা মৈনুল ইসলামের বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সুমী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়। তাকে মৃত্যুর পূর্বে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক বিভাগে আবেদন করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক এসআই ফাতেমা সিদ্দিকা সোমা। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পটুয়াখালী জেলার ধুমকী উপজেলার মো. হানিফ হাওলাদার ও মাহিনুর বেগমের মেয়ে সুমী। বর্তমানে উত্তর বাড্ডা সোনা মিয়া মাতাব্বর রোডের নাজমুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক নাইমুল ইসলাম জানিয়েছেন, সুমী আক্তার গত ৩/৪ মাস আগে বাসা ভাড়া নিয়েছিল। সেখানে তার স্বামী মাঝে মধ্যে আসত। তিনি বলেন, যতটুকু শুনেছি, তার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি হতো। সুমীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার পর তার স্বামীকে পাওয়া যায়নি। স্বামীই তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। এছাড়া দরজা বাহির দিয়ে লক করা ছিল। পুলিশ এসে দরজা খুলে তার লাশ উদ্ধার করেছেন।
সুমীর ছোট বোন রুবি আক্তার নূপুর বলেন, দেড় বছর আগে তার বোনের আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সে ঘরের একটি সন্তান রয়েছে। পরিবারের সঙ্গে তার যোগাযোগও কম ছিল। পরবর্তীতে ১১ মাস আগে রাসেল নামে একজনকে বিয়ে করে বলে আমরা জানতে পেরেছি।
তবে তার সঙ্গে সত্যিই বিয়ে হয়েছে কিনা সেটার কোনো পেপারস পায়নি।
