আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ফের ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ বিস্ফোরণ হয়। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার কার্যক্রম চলছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগে গত ১ জুন একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও ককটেল বিস্ফোরণকারীদের খুঁজে পায়নি পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর যুগান্তরকে বলেন, সোমবার ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে পাকা রাস্তার ওপর বিস্ফোরণ হয়েছে। একটি ককটেল বিস্ফোরিত হয় আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। বিস্ফোরণের ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান। একই স্থানে এর আগে বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে খালিদ মনসুর বলেন, জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও এই মামলার আসামি। এই মামলার শুনানি সোমবার দুপুরে হয়েছে। এমন একটি মামলার শুনানির হওয়ার আগে সকালবেলা ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এর আগে এই মামলার চার্জ শুনানি হয়েছিল ১ জুন। সেদিনও একই জায়গায় (শিশু একাডেমিসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে) ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণ হয়েছিল।
