Logo
Logo
×

রাজধানীর খবর

মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাই

৫ আসামি তিন দিনের রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন-মোস্তাফিজুর রহমান, সৈকত হোসেন, মো. সোহাগ হাসান, জলিল মোল্লা ও পলাশ আহমেদ। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জাহিদুর রহমানের ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম