|
ফলো করুন |
|
|---|---|
নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে সিরাজগঞ্জ জেলার বাসের সময়সূচি-
সিরাজগঞ্জ : ভোর ৫টা থেকে শুরু হয়ে রাত ৭:২০ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর মহাখালী বাস টার্মিনাল থেকে এসআই এন্টারপ্রাইজ ও সেবা লাইন পরিবহণের বাসগুলো ছেড়ে যায় সিরাজগঞ্জের উদ্দেশে। এছাড়া ঢাকার উত্তরা আব্দুল্লাহপুর বাস কাউন্টার থেকে প্রতি ত্রিশ মিনিট পরপর সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় একতা, জেনিন ও স্টার লিট বাস সার্ভিসের একাধিক বাস। ঢাকা থেকে সিরাজগঞ্জের দূরত্ব ১৩৫ কিলোমিটার। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিরাজগঞ্জগামী বাসগুলোর মধ্যে অভি এন্টারপ্রাইজ, স্টার লিট, সিরাজগঞ্জ লাইন ও জেনিন বাস সার্ভিস অন্যতম।
