ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি
ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার আইয়ুব হোসেন ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম অ্যান্ড হেড অব বিজনেজ ডেভেলপমেন্ট নিয়াজ মাকদুম শিবলী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. শামছুল আলম বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবার ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হলো। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্য সুবিধার অর্ন্তভুক্ত হবেন।
