|
ফলো করুন |
|
|---|---|
নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে যশোর জেলার বাসের সময়সূচি-
যশোর : প্রতিদিন সকাল ৬:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যশোরের উদ্দেশে সৌদিয়া, সোহাগ, হানিফ, রাজকীয় ও সেন্টমার্টিন পরিবহণের একাধিক বাস ছেড়ে যায় যশোরের উদ্দেশে। প্রতি ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পরপর ঢাকা থেকে যশোরের উদ্দেশে বাসগুলো ছেড়ে যায়। সকাল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল থেকে হানিফ, সোহাগ, নিরাপদ লাইন, দিগন্ত পরিবহণ, এমআর এন্টাপ্রাইজ ও এসপি গোল্ডেন লাইন বাস যশোরের উদ্দেশে বাস ছাড়ে।
