|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার তাগিদে কিংবা নানা প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ঢাকায় ছুটে আসছেন হাজারও মানুষ। আবার নাড়ির টানে কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী থেকে দেশের বাইরের জেলাগুলোয় মানুষের যেতে হয়। ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কেননা নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে সাতক্ষীরা জেলার বাসের সময়সূচি-
ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার বাসের টিকিট সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া যায়। সাতক্ষীরা লাইন, মামুন এন্টারপ্রাইজ, মাস্টার ট্রাভেলস, ইমাদ পরিবহণ, রয়েল কোচ ছাড়াও এই রুটে হানিফ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহণের বাসগুলো চলাচল করে। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহণ, মামুন এন্টারপ্রাইজ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একে ট্রাভেলস, কে লাইন ও ঈগল পরিবহণ সকাল ৬টা থেকে চলাচল শুরু করে। সায়েদাবাদ থেকে শেষ ট্রিপ রাত ১১টায়। ঢাকা টু সাতক্ষীরা রুটে গাবতলী বাস টার্মিনাল থেকে একই সময় হাানিফ, সোহাগ, ঈগল ও মামুন এন্টারপ্রাইজের বাস সাতক্ষীরার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়।
