Logo
Logo
×

রাজধানীর খবর

পরিবহণ সেবা

ঢাকা-ঝিনাইদহ বাসের সূচি

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীবিকার তাগিদে কিংবা নানা প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ঢাকায় ছুটে আসছেন হাজারো মানুষ। আবার নাড়ির টানে কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী থেকে দেশের বাইরের জেলাগুলোয় মানুষের যেতে হয়। ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কেননা নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে ঝিনাইদহ জেলার বাসের সময়সূচি-

ঢাকার সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে ভোর ৫টা ৩০ মিনিটে মামুন এন্টারপ্রাইজ বাস ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যায়। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঝিনাইদহগামী হানিফ এন্টারপ্রাইজ ও শ্যামলী পরিবহণের বাস সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু রেখেছে। গাবতলী বাস টার্মিনাল থেকে ঝিনাইদহগামী হানিফ এন্টারপ্রাইজ ছেড়ে যায় সকাল ৬টায়। রাত ১১টা পর্যন্ত ঢাকার প্রধান এ টার্মিনাল থেকে ঝিনাইদহের উদ্দেশে শ্যামলী ও সাকুরা পরিবহণের বাস ছেড়ে যায়। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেআর পরিবহণ ও শ্যামলী পরিবহণ কল্যাণপুর বাস কাউন্টার থেকে ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম