Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা মেডিকেলের পেছনে অজ্ঞাত দুই লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের আনুমানিক বয়স ৪৫ ও ৫০ বছর।

সোমবার দুপুর দেড়টার দিকে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আয়ুব আলীর সহায়তায় পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পরে লাশগুলো মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম