Logo
Logo
×

রাজধানীর খবর

টিকাটুলিতে কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর টিকাটুলির হাটখোলা এলাকায় কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টার দিকে মামুন প্লাজার একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা বিভাগ) মো. ছালেহ উদ্দিন বলেন, আমাদের ৭টি ইউনিট সেখানে যায়। চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৩টি ইউনিট স্ট্যান্ডবাই থাকে। ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ঘটনাস্থলে মালিকপক্ষের কেউ সেখানে ছিলেন না। ভবনের তৃতীয় তলার গুদামে কী ধরনের কেমিক্যাল ছিল, সেখানে উপস্থিত কেউ ধারণা দিতে পারেননি। তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ছালেহ উদ্দিন বলেন, ভবনের অন্যান্য ফ্লোরে অনেকগুলো পরিবার থাকে। প্রায় ৫২টি বাসা ছিল। তাদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম