|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কেন না, নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে নড়াইল জেলার বাসের সময় সূচি-
ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বনিু ৩০ মিনিট সর্বোচ্চ ১ ঘণ্টা পর নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যায় ঈগল পরিবহণ। সকাল ৬টার পর গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে নড়াইল এক্সপ্রেস বাসটি আধা ঘণ্টা পর পর ছাড়ে। যাত্রাবাড়ী বাস কাউন্টার থেকে একই সময়ে ভাঙ্গা-মুকসুদপুর-গোপালগঞ্জ হয়ে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যায় নড়াইল এক্সপ্রেস বাস। এই রুটের অধিকাংশ বাস ঢাকা-মাওয়া-ভাটিয়াপাড়া হয়ে নড়াইল পৌঁছে। এসব কাউন্টার থেকে নড়াইলগামী হানিফ এন্টারপ্রাইজ ও মাগুরা ডিলাক্স পরিবহণ বাসের টিকিট পাওয়া যায়। ঢাকা থেকে নড়াইলের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার।
