সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হানিফ শেখের মৃত্যু
হাজারীবাগ ও ভাটারা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাটারা থানাধীন নতুনবাজার নূরের চালা এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. হানিফ শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। হানিফের ভাগিনা মো. সাগর আহমেদকে দ্রুত উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে মো. হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এইচডিইউতে ভর্তি করা হয়, সেখানেই তিনি দুপুরের দিকে মারা যান। অন্য দগ্ধদের মধ্যে হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে ও তার শ্বাসনালি দগ্ধ হওয়ায় অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
