জাতীয় সমাবেশ সফল করতে মিছিল
উওরা পূর্ব (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরা পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে এ মিছিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দীন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হাসান রুবেল, তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতারা।
মিছিলটি শুক্রবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তরা বিডিআর মার্কেট কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী এলাকায় শেষ হয়। জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
