Logo
Logo
×

রাজধানীর খবর

মিরপুরের জাতীয় গৃহায়ন যেন মশার প্রজনন ক্ষেত্র

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খালি জায়গায় ময়লা অবর্জনা ও বৃষ্টির পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বড় বড় পাইপে বৃষ্টির পানি জমে এডিসের বংশ বিস্তার ঘটছে। এখানে একদিকে জমেছে বৃষ্টির পানি, অন্যদিকে আবাসিক এলাকার বাসিন্দারা গৃহায়নের খালি জায়গায় পলিথিনে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে ফেলেছে। এতেও এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে।

বুধবার সরেজমিন দেখা যায়, মিরপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন ১ এ (মিরপুর) দেখা গেছে ভেতরে বিশাল আয়তনের প্লট খালি অবস্থায় পড়ে রয়েছে। এসব খালি প্লটে বন-জঙ্গলে ভরে গেছে। বৃষ্টির পানি জমে রয়েছে জঙ্গলের বিভিন্ন স্থানে। খালি প্লটের এক পাশে ময়লা-আবর্জনা জমে উঁচু ঢিবিতে পরিণত হয়েছে। এখানকার ডুইপ অফিসের সামনে ঝোপঝাড় ও বড় বড় গাছগাছালিতে ভরে গেছে। এসব গাছের ডালপালা ভেঙে মাটিতে পড়ে পচে ময়লা-আবর্জনায় পরিণত হয়েছে। আবার এক পাশে বড় বড় সিমেন্টের পাইপসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বৃষ্টি হলে এসব বড় বড় পাইপ ও নির্মাণ সামগ্রীতে পানি জমে এডিসের বংশ বিস্তার ঘটে। এছাড়া গৃহায়নের এ অফিসের ভেতরে চারপাশে নোংরা পরিবেশ। জঙ্গলের ভেতর পানির ট্যাঙ্কের পাইপ ফুটো হয়ে অনবরত পানি পড়ছে। ড্রেনের পানি নোংরা ও ময়লা-আবর্জনায় ভরে গিয়ে মশার আঁতুরঘরে পরিণত হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (মিরপুর) ঢাকা ডিভিশন ১ এর নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে সাঈখ বলেন, আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অতিশিগগিরই বন-জঙ্গলগুলো পরিষ্কার করব। ডেঙ্গু মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের অফিসে মশার ওষুধ ছিটানের জন্য সিটি করপোরেশনকে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম