Logo
Logo
×

রাজধানীর খবর

অর্থ সহায়তা পেতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হট্টগোল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অর্থ সহায়তা পেতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হট্টগোল করেছেন আন্দোলনে আহতরা। মঙ্গলবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী রোববারের মধ্যে অর্থ সহায়তা নিশ্চিত করা হবে বলে জানালে আহতরা নিবৃত্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে হট্টগোল করছেন আহতরা। তাদের অভিযোগ, যারা প্রকৃত আহত তাদের সহযোগিতার অর্থ দিতে গিয়ে নানা ছলচাতুরী করছে কর্তৃপক্ষ। অথচ, সুস্থ ও পরিচিতজনদের টাকা ঠিকই সময়মতো দিয়ে দিচ্ছে। তারা বারবার বিভিন্নভাবে বলেও সমাধান পাননি।

তবে আগামী রোববারের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতের সংখ্যার তুলনায় আমাদের বাজেট কম। এ কারণে যাচাইবাছাই করে টাকা দিতে হয়। নির্ভুল যাচাইবাছাই করতে একটু সময় লাগায় নির্ধারিত সময়ে টাকা দেওয়া সম্ভব হয়নি। তবে আমরা আশা করছি, আগামী রোববারের মধ্যে যারা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন এবং যারা চোখ হারিয়েছেন, তাদের অগ্রাধিকারভিত্তিতে সহায়তা দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম