Logo
Logo
×

রাজধানীর খবর

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন-স্বামী মিজানুর রহমান, তার স্ত্রী সাবিনা বেগম, প্রতিবেশী জয়নাব বেগম ও তার ভাগিনা আশরাফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মিজানুর রহমান ২০ শতাংশ ও তার স্ত্রী সাবিনা বেগম ১৮ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়াও জয়নাব বেগম ৪৮ শতাংশ এবং তার ভাগনে আশরাফুল ইসলামকে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধ সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, আমার বোন ও ভগ্নিপতিসহ সবাই স্থানীয় একটি গার্মেন্টে কাজ করতো। ভোরের দিকে রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম