রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে তৃতীয় লিঙ্গের দুই শতাধিক মানুষ
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষ। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এ সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ রক্ত দিতে জড়ো হন। মগবাজার, বনানী, উত্তরা, বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন তারা। মানবিক এই উদ্যোগে নেতৃত্ব দেন মগবাজারের হায়দার ও উত্তরা এয়ারপোর্ট এলাকার পিংকি শিকদার। তাদের সহায়তা করেন বনানীর ঝুমা, বেলুনি, মগবাজারের সজীব, হায়দারসহ অনেকে।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আঁচল যুগান্তরকে বলেন, ‘এখানে যারা আহত হয়েছে, তারা আমার ভাই-বোনের মতো। আমিও এ দেশের মানুষ। যদি অন্যরা তাদের পাশে দাঁড়াতে পারে, আমরা কেন পারব না? তাই আজ স্বেচ্ছায় রক্ত দিতে এসেছি।’
আঁচল আরও বলেন, ‘মানবিকতা কোনো পরিচয়ে থেমে থাকে না। আমরা চাই সমাজ বুঝুক, আমরাও সংকটে মানুষের পাশে দাঁড়াতে পারি।’
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের লাল-সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান ফাহাদ জানান, দগ্ধ রোগীদের প্রতি ২৪ ঘণ্টা পরপর রক্ত লাগে। ইতোমধ্যে ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা এসে নাম ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রি করেছেন। আজ যারা এসেছেন, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। প্রয়োজন হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের রক্ত ব্যবহার করা হবে।
