Logo
Logo
×

রাজধানীর খবর

ব্যবসায়ীর লাইসেন্স করা অস্ত্র ছিনতাই গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর রামপুরা এলাকায় এক ব্যবসায়ীর লাইসেন্স করা অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইয়াসিন পাটোয়ারী। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারের সময় তার মেছ থেকে পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রামপুরা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মো. আমিরুল ইসলাম নামের একজন ঠিকাদার নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বনশ্রী মেইনরোডে আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার ও পাশে থাকা একজন অজ্ঞাতপরিচয়ের যুবক তাকে ধরে গাড়িতে তুলেন। ওই যুবকও গাড়িতে ওঠে বসেন। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান ও ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেন। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্স করা পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান। তালেবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মো. আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম