Logo
Logo
×

রাজধানীর খবর

পরিবহণ সেবা

ঢাকা-বরিশাল বাসের সূচি

Icon

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীবিকার তাগিদে কিংবা নানা প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ঢাকায় ছুটে আসছেন হাজারো মানুষ। আবার নাড়ির টানে কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী থেকে দেশের বাইরের জেলাগুলোয় মানুষকে যেতে হয়। ঢাকায় আসা-যাওয়ায় দেশের অধিকাংশ মানুষই সড়কপথ ব্যবহার করেন। কারণ, নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে কক্সবাজার জেলার বাসের সময়সূচি-

বরিশাল : গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল ও উত্তরা বাস কাউন্টার থেকে বরিশালগামী বাসগুলো যথাক্রমে-সাকুরা পরিবহণ, হানিফ এন্টারপ্রাইজ, গোল্ডেন লাইন, এনা ট্রান্সপোর্ট। সর্বনিু ২০ মিনিট থেকে শুরু করে ১ ঘণ্টা পরপর এসব বাস কাউন্টার থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সাকুরা পরিবহণ বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। গাবতলী থেকে শ্যামলী পরিবহণ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল রুটের সার্ভিস চালু রেখেছে। উত্তরার আব্দুল্লাহপুর বাস টার্মিনালে সকাল ৬টা থেকে হানিফ এন্টারপ্রাইজ চালু রয়েছে। এ ছাড়া ঢাকার মানিকনগর বাস টার্মিনাল থেকে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত গ্রিনলাইন পরিবহণ বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। উত্তরার আব্দুল্লাহপুর ও আজমপুর বাস টার্মিনালে সকাল ৬টা ৪০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রচেষ্টা পরিবহণ বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম