Logo
Logo
×

রাজধানীর খবর

বনানীতে ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসীর স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানীতে মঙ্গলবার ভোরে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সদ্য আসা একটি পরিবারের গতিপথ রুদ্ধ করে নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে লুটে নেওয়া হয়েছে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন।

জানা গেছে, ভুক্তভোগী পলাশ কুমার দাস পরিবার নিয়ে লন্ডনে বসবাস করেন। সোমবার রাতে স্ত্রী, দুই সন্তানসহ দেশে বেড়াতে আসেন তিনি। বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে শনির আখড়ার বাসার উদ্দেশে রওনা দেন তারা। গাড়িতে ছিলেন পলাশের শ্যালক, শ্যালকের বন্ধু ও আরেক স্বজন। গাড়িটি বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর মতো সিগন্যাল দিয়ে গাড়িটি থামানো হয়। পুলিশের ক্যাপ, শোল্ডার লাইট ও সিগন্যাল লাইট হাতে থাকা একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করতে চায়। তারা গাড়ির ক্যামেরা বন্ধ করতে বলে, একপর্যায়ে চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে বলে-তোমাদের গাড়িতে অবৈধ স্বর্ণ আছে, তল্লাশি করতে হবে। একপর্যায়ে গাড়িতে থাকা ব্যাগ থেকে ৯ ভরি স্বর্ণ, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে তারা সটকে পড়ে। ভুক্তভোগী পলাশ কুমার বলেন, তারা আমাকে নামিয়ে মারধর করে। আমার মেয়ের গলায় ধারালো অস্ত্র ধরলে আমার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়ে। এ সুযোগে স্ত্রীর ডানপাশে রাখা ব্যাগ নিয়ে যায় তারা। তাদের হাতে ছিল চাপাতি, চাকু, হকিস্টিক, লাঠি ও স্টানগান। তিনি আরও বলেন, স্টানগান দিয়ে আমাকে শক দিয়েছে একজন। পুরো পরিবার ছিলাম জীবন-মরণ পরিস্থিতিতে। পলাশের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, আমার ছোট ছোট নাতনিরা এমন ভয়ংকর অভিজ্ঞতার শিকার হয়ে এখনো আতঙ্কে। তাদের মানসিক ট্রমা কাটছে না। ঘটনার পর বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার যুগান্তরকে জানান, দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তারা পুলিশের বেশে গাড়ি থামিয়ে ডাকাতি করেছে, এতে সন্দেহ নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, বিমানবন্দর থেকেই পরিবারটিকে অনুসরণ করা হচ্ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম