Logo
Logo
×

রাজধানীর খবর

ঢামেক হাসপাতাল

ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, আটক দুই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে প্রথমে আনসার সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক দুই যুবক হলেন-সজিব দাস পার্থ ও মানিক মিয়া। সজিব দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার রানেশ চন্দ্র দাসের ছেলে। অপরদিকে মানিক মিয়ার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঈসাখালী গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। জানা গেছে, ওই রাতে সজিব দাস পার্থ চিকিৎসকের অ্যাপ্রোন পরে ২ নম্বর ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। সেখানে তিনি হুইলচেয়ারে বসা এক নারী রোগী কুলসুম বেগমকে জোর করে দাঁড় করিয়ে হাঁটাতে চেষ্টা করেন। এতে হঠাৎ কুলসুম বেগম পড়ে গেলে সজিব ও তার সহযোগী মানিক মিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আনসার সদস্যদের নজরে এলে তারা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তারা নিজেদের চিকিৎসক পরিচয় দিলেও কোনো ধরনের পরিচয়পত্র বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি। এ কারণে তাদের ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

পরে সজিব দাস পার্থের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সজিব পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, আনসার সদস্যরা সন্দেহভাজনভাবে দুই যুবককে আটক করে আমাদের ক্যাম্পে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম