|
ফলো করুন |
|
|---|---|
নৌ কিংবা রেলপথের তুলনায় বাংলাদেশের সব জেলা থেকেই সড়কপথে ঢাকায় আসা-যাওয়ার জন্য বাস চলাচল রয়েছে। আজ তুলে ধরা হলো ঢাকা থেকে ভোলা জেলার বাসের সময়সূচি-
ভোলা : বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভোলায় সরাসরি সড়কপথ না থাকায় সাধারণত বাসগুলো বরিশাল হয়ে ফেরি পারাপারের মাধ্যমে ভোলায় অথবা লক্ষ্মীপুর হয়ে ভোলায় পৌঁছায়। ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রাত ৭টায় বিআরটিসি বাস ভোলার উদ্দেশে ছেড়ে যায়। তবে ভোলায় যাতায়াতে লঞ্চই সেরা। ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশে প্রতিদিন একাধিক লঞ্চ ছেড়ে যায়। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৮টায় গ্রিন লাইন, ৯টায় কর্ণফুলী (ঢাকা টু ভোলা ইলিশা লঞ্চঘাট) ভোলার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৯টায় এম ভি সোনার বাংলা, দুপুর ১টায় এম ভি নূরজাহান, বেলা ২টায় আল ওয়ালিদ ও সন্ধ্যা ৬টায় এম ভি আকাশী সদরঘাট থেকে ভোলার উদ্দেশে প্রতিদিন ছেড়ে যায়।
