সড়ক বিভাজকে উঠে গেল বাস, প্রাইভেটকারে ধাক্কা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বাড্ডায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এ সময় বাসটি সড়কের বিপরীত পাশে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে বাড্ডা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রোববার সকালে এই ঘটনা ঘটে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনার শিকার বাসটি সরিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদুল হাসান। তিনি বলেন, সকালে রামপুরাগামী আকাশ পরিবহণের একটি বাস বাড্ডার হোসেন মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এরপর বিপরীত পাশে থাকা একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের কিছুটা ক্ষতি হয়েছে; তবে কেউ আহত হয়নি। দুই পক্ষের লোকজন এসে সমঝোতা করে যার যার মতো চলে গেছেন। এই ঘটনায় কোনো মামলা হয়নি।
