Logo
Logo
×

রাজধানীর খবর

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

আব্দুল আলীম মাঠের অবৈধ দোকান উচ্ছেদ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজিমপুর ঢাকেশ্বরী মন্দিরসংলগ্ন আব্দুল আলীম খেলার মাঠ ঘিরে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার সকালে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

‘শহীদ আব্দুল আলিম ঈদগাহ-মাঠ ঘিরে অর্ধশতাধিক অবৈধ দোকান’ এই শিরোনামে এ বছরের ১১ জুলাই একটি সংবাদ যুগান্তরের রাজধানী পাতায় ছাপা হয়। এরপর এ উচ্ছেদ অভিযান চালানো হলো।

অভিযানে দখলমুক্ত হয় ফুটপাত ও রাস্তা, যা দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছিল।

উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ডেমরা ব্যারাকের পুলিশ সদস্যরা, যাদের নেতৃত্ব দেন এএসআই বিশ্বজিৎ কুমার বড়ুয়া। এছাড়া মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তা করেন।

ডিএসসিসি সম্পত্তি বিভাগের কর্মকর্তা হাছিবা খান যুগান্তরকে বলেন, ডিএসসিসি নগরবাসীর স্বার্থে অবৈধ দখল ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। দখলমুক্ত ফুটপাত সাধারণ মানুষের চলাচল ও নগর পরিবহণের শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি কেউ ফুটপাত ও রাস্তা যাতে দখল করতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম