Logo
Logo
×

রাজধানীর খবর

শেওড়াপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নগরীর শেওড়াপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া। তিনি চার সন্তানের মা। পরিবারের দাবি, পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী সিফাত আলী কেয়াকে শ্বাসরোধে হত্যা করে। সিফাত পলাতক রয়েছেন। পরিবারের সন্দেহ বুধবার রাত প্রায় ১টার দিকে কেয়াকে হত্যা করা হয়। রাত প্রায় ১টা ৪৫ মিনিটে সিফাত ফোন করে শাশুড়ি নাজমা বেগমকে বলেন কেয়া অসুস্থ। কিছুক্ষণ পর আবার ফোন করে বলেন, কেয়া মারা গেছেন। খবর পেয়ে স্বজনরা কেয়াকে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সিফাত কেয়াকে সন্তানদের সামনেই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধও ছিল। কয়েকদিন আগে কেয়া নিজেই বলেছিলেন, সংসার চালিয়ে যাওয়া তার জন্য আর সম্ভব নয়। শিশুদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে এখন পরিবার গভীর উদ্বেগে রয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত রোমান বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম