Logo
Logo
×

রাজধানীর খবর

হাজারীবাগে চারতলা ভবনে আগুন

জিমে আটকা ২০ জনকে উদ্ধার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর হাজারীবাগ পার্ক সংলগ্ন একটি চারতলা ভবনের নিচতলায় শনিবার বিকালে আগুন লাগে। দ্রুত সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, চারতলা এই ভবনের নিচতলায় স্বপ্ন সুপারশপের একটি আউটলেট রয়েছে। দ্বিতীয় তলায় একটি বেসরকারি ব্যাংক ও তৃতীয় তলায় একটি জিম। আগুনের সূত্রপাত হয় নিচতলায় মিটারের পাশে থাকা বৈদ্যুতিক বোর্ড থেকে শর্টসার্কিটের কারণে।

হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বারুই বলেন, ভবনের নিচতলায় মিটারের পাশে বৈদ্যুতিক বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, আগুন লাগার সময় ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি জিমে ২০ জন নারী অনুশীলন করছিলেন। ধোঁয়ায় ভরে যাওয়ায় তারা সেখানে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদেরকে নিরাপদে উদ্ধার করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম