কুমিল্লায় ইয়াছিনসহ বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা ক্ষুব্ধ
মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আমিনুর রশীদ ইয়াছিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাই একক প্রার্থী ঘোষণার পর বঞ্চিত নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে একটি আসন জোটের প্রার্থী এলডিপির রেদোয়ান আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে। আর কুমিল্লা-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
একাধিক আসনে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে কুমিল্লা-৬ (সদর) এবং কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ লক্ষ করা গেছে। দলের হাইকমান্ড বিষয়টি নিরসনে যথাযথ উদ্যোগ না নিলে দলীয় প্রার্থীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কুমিল্লা-৬ আসনে সাবেক সংসদ-সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়া হয়নি। চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী মনোনয়ন পেয়েছেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, হাজি আমিনুর রশীদ ইয়াছিনের ত্যাগের সাক্ষী কুমিল্লা সদর আসনের মানুষ। ফ্যাসিবাদের আমলে তিনি বহু মামলা-হামলার শিকার হয়েছেন। শত প্রতিকূলতার মাঝেও তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। তিনি একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা। অথচ তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম। এ আসনে মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষোভে ফুঁসছেন বিএনপিদলীয় সাবেক সংসদ-সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা ও তার কর্মী-সমর্থকরা। প্রতিদিনই তারা প্রার্থী পরিবর্তনের দাবি করে আসছেন। দোলা বলেন, এখানে বিএনপির জন্য আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে ও শ্রম দিয়েছে। কর্মী-সমর্থকরা অনেক আশাবাদী ছিল। কিন্তু তারা চরম হতাশ হয়েছে।
মনোনয়নবঞ্চিত হয়েছেন-কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি ও ছাত্রদল নেতা আবদুল আউয়াল; কুমিল্লা-৫ আসনে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান; কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন; কুমিল্লা-৮ (বরুড়া) আসনে যুবদল নেতা মোরতাজুল করিম বাদরু; কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্রীয় যুবদল নেতা নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন তাদের সবাইকে দল থেকে মূল্যায়ন করা হবে। ক্ষোভ-বিক্ষোভ পরিহার করে দলীয় প্রার্থীর জয়ের লক্ষ্যে কাজ করতে তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। দেশের এ প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

