Logo
Logo
×

নগর-মহানগর

ময়মনসিংহ-৩ আসন

ধানের শীষেই আছেন বঞ্চিত নেতারা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধানের শীষেই আছেন বঞ্চিত নেতারা

মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নপ্রত্যাশী দুজনই একজোট হয়ে চাইলেন ধানের শীষে ভোট। তারা হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়নবঞ্চিত হাফেজ আজিজুল হক।

মনোনয়নবঞ্চিত হলেও রাজপথে রক্তঝরা দিনগুলোর বর্ণনা দিয়ে ধানের শীষ প্রতীকের জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক। তিনি কলতাপাড়ায় নিজ কার্যালয়ে বুধবার ১০টি ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকে এ ঘোষণা দেন। শুক্রবার তিনি বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, এ আসনে ধানের শীষের মনোনয়নের জন্য মনোনয়ন বোর্ডে সর্বশেষ আমিসহ চারজনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডেকেছিলেন। অন্যরা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক। এ বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র রাজপথে আমার রক্ত ঝরেছে, গুলিবর্ষণ করা হয়েছে। সবচেয়ে যোগ্যও ছিলাম। কিন্তু তারেক রহমান হলেন আমাদের অভিভাবক। তিনি আমাদের অনেক নির্দেশনা দিয়েছেন। তার দেওয়া নির্দেশনা মেনেই আমরা কাজ করব। আমরা ইঞ্জিনিয়ার ইকবাল নয়, ধানের শীষ প্রতীককে বিজয়ী করে প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, সিরাজুল ইসলাম ফকির, আরিফুল হক আহাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান সরকার, বিএনপি নেতা মাজহারুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান মন্ডল, উত্তর জেলা যুবদলের নেতা উসমান গনি তান্না, ডৌহাখলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের একক তালিকা ঘোষণায় ময়মনসিংহ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত হওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের নেতাকর্মীরা রেলপথ-সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করে আসছেন। ১০টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে নির্বাচনি এলাকা ময়মনসিংহ-৩ (গৌরীপুর)। এ উপজেলার মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬০৮ জন। এ আসনে ভোটযুদ্ধের জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুজ্জামান, জাকের পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী সিপিবির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সহসভাপতি আলহাজ মো. ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজিম উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরীপুর উপজেলার মনোনীত প্রার্থী মো. আইয়ুব আলী নূরানী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম