Logo
Logo
×

নগর-মহানগর

যশোর-৫ আসন

জোটের শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল

ইন্দ্রজিৎ রায়

ইন্দ্রজিৎ রায়

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জোটের শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল

ফাইল ছবি

‘ধানের শীষ ছাড়া কখনো ভোট দিইনি। বিএনপির রাজনীতি করায় আমরা সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছি। তখন জোটের কাউকে পাশে পাইনি। শুনেছি এবার জোটের লোককে ধানের শীষ দেওয়া হবে। বারবার জোটের লোককে ধানের শীষ দেওয়ায় খুবই কষ্ট পাই। আমরা চাই বিএনপির ভেতর থেকেই কাউকে দলীয় নমিনেশন (মনোনয়ন) দেওয়া হোক, এভাবেই প্রত্যাশার কথা বলছিলেন যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা বিএনপির সমর্থক হাসেম আলী। তার মতো বিএনপির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীর দাবি-সংসদ নির্বাচনে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।

এখন পর্যন্ত যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয়নি। গুঞ্জন রয়েছে ওই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদকে প্রার্থী করা হতে পারে। এদিকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায় মাঠ সরগরম রেখেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নিয়মিত গণসংযোগ করছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। 

শ্যামকুড় ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উত্তম হাজরা বলেন, আওয়ামী লীগের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে বিএনপির ১৩ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। পঙ্গুত্ববরণ করেছেন অনেকেই। অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দল থেকে মনোনয়ন পেলে নির্যাতিত নেতাকর্মীরা শান্তি পাবেন। মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর ইসলাম বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগের হামলা, মামলা ও নির্যাতনে রাতে বাড়ি ঘুমাতে পারিনি। যারা আমাদের দুর্দিনে পাশে ছিলেন, সেই নেতাদের মনোনয়ন বঞ্চিত করা ঠিক হবে না।

বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু বলেন, আগামী নির্বাচনে আমাদের দলের একজন অভিভাবক চাই। দলের ভেতর থেকে যে কাউকে মনোনীত করুক, আমরা তাকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠাব। স্বেচ্ছাসেবক দলের নেতা ইফতেখার সেলিম অগ্নি বলেন, আমরা এখানে উদার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বসবাস করি। এখানে কট্টরপন্থার বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বিএনপির কেউ মনোনীত হলে উদারপন্থি গণতান্ত্রিক দল হিসাবে ভোটাররা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। বিএনপি নেতা মুহাম্মদ ইকবাল বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে জমিয়তে উলামায়ে ইসলামের কোনো নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না। আন্দোলন-সংগ্রামে যাদের অবদান নেই, তাদের মনোনয়ন দিলে দল আসন হারাবে।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম