কুমিল্লার ৫টি আসন
বিএনপির বঞ্চিতরা স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অনড়
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণে অনড় বিএনপির মনোনয়নবঞ্চিতরা। দলের মনোনয়ন না পেলেও এসব প্রার্থী মাঠে জোরেশোরে গণসংযোগসহ নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এসব প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করছে। এতে দলের মনোনীত প্রার্থীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে এসব বিদ্রোহী প্রার্থীর বিষয়ে জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন মনোনীত প্রার্থীরা। কেন্দ্রীয় হস্তক্ষেপে তারা সমঝোতা করতে চান মনোনয়নবঞ্চিতদের সঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে ৫টি আসনে মনোনয়নবঞ্চিতরা কৌশলে গ্রুপিং ও দ্বন্দ্বে লিপ্ত থাকলেও বাকি ৫টি আসনে বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অনড় অবস্থানে রয়েছেন। এতে আগামী নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারেন ধানের শীষের মনোনীত প্রার্থীরা।
কুমিল্লা-২ আসনে সম্প্রতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অনড় রয়েছেন খালেদা জিয়ার সাবেক এপিএস এমএ মতিন খান। তিনি ৫ আগস্টের পর থেকেই গণসংযোগসহ নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন। এরই মাঝে তিনি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেছেন।
কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছেন। তিনি ওই আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি জানানোর পাশাপাশি নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে তুমুল আন্দোলন অব্যাহত রয়েছে। এ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত আমিনুর রশীদ ইয়াছিন অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি নিয়মিত গণসংযোগ এবং নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রার্থী পরিবর্তন না হলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান নেতাকর্মীরা।
কুমিল্লা-৭ আসনে দলের মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নেতাকর্মীদের দাবির মুখে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।
কুমিল্লা-১০ আসনে মনোনয়নবঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন পরিবর্তনের দাবি অব্যাহত রেখেছেন। প্রার্থী পরিবর্তন না হলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, তফসিল ঘোষণা হলে দলের মনোনয়নবঞ্চিতদের নিয়ে বৈঠক করা হবে। বিদ্রোহী প্রার্থী হলে দল ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সবাইকে একতাবদ্ধ করার চেষ্টা করছি।

