কিশোরগঞ্জ-১ আসন
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতরা একাট্টা
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে যখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তখন মনোনয়নবঞ্চিত ছয় প্রার্থীর মধ্যে রেজাউল করিম খান চুন্নু, মো. রুহুল হোসাইন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম ও খালেদ সাইফুল্লাহ সোহেল তার মনোনয়ন বাতিলের দাবিতে একাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন। এমনকি এক রিকশায় চড়ে অংশ নিচ্ছেন বিক্ষোভ মিছিল-সমাবেশে। তারা বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামসহ মনোনয়ন সিন্ডিকেটের কর্ণধার হিসাবে উল্লেখ করে বিষোদগার করছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি দলটির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের বিরুদ্ধে। এমন বিক্ষোভ-সমাবেশ-মিছিল ও বিষোদগারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সর্বশেষ এ চার প্রার্থীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি দলীয় সাবেক সংসদ-সদস্য মাসুদ হিলালীও।
খালেদ সাইফুল্লাহ সোহেল শনিবার সন্ধ্যায় প্রথম কিশোরগঞ্জ পুরোনো স্টেডিয়ামে সমাবেশ করে মাজহারুল ইসলামকে প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে মাজহারুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের বিরুদ্ধে বিষোদগার করেন। রোববার সন্ধ্যায় বঞ্চিত চার প্রার্থী রেজাউল করিম খান চুন্নু, মো. রুহুল হোসাইন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম ও খালেদ সাইফুল্লাহ সোহেল এক রিকশায় চড়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন। একই দাবিতে সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত রেজাউল করিম খান চুন্নু’র কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই চার মনোনয়নবঞ্চিত প্রার্থীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন বিএনপির সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী। এমন পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সমর্থনে সোমবার বিকালে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক রথখোলা ময়দানে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে মিলিত হয়ে শহরে শোডাউন করে।
