ঢাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ডাকসু, ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাবি সাদা দল। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন একদল শিক্ষার্থী। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাকিব বলেন, যারা জুলাইকে ভয় পায়, তারাই হাদিকে ভয় পায়। ওসমান হাদি বাংলাদেশের সংস্কারের প্রতি অনুরাগী ব্যক্তিত্ব। হাদিকে গুলি করে আমাদের এ স্লোগান রুখে দেওয়া যাবে না।
এরপর সন্ধ্যা ৬টায় ডাকসু ভবন থেকে ডাকসুর এজিএস মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে শেষ হয়। সেখানে মহিউদ্দিন বলেন, যারা হাদির ওপর গুলি করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
ছাত্রদলের বিক্ষোভ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢামেকে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। সে সময় এখানে চিকিৎসাধীন ছিলেন জুলাইযোদ্ধা হাদি। ছাত্রদলের বিক্ষোভে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সেক্রেটারি নাছির উদ্দীন নাছিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা ‘হাদিকে গুলি কেন, ইন্টেরিম জবাব দে’, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভে ছাত্রদল নেতারা হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
ঢাবি সাদা দল : তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানান তারা।
বিবৃতিতে নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি রাখে। গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত বলে মনে করে সাদা দল। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে, দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। ঢাবি সাদা দলের নেতারা বলেন, এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।
