Logo
Logo
×

নগর-মহানগর

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন

বিএনপির অর্ধশত নেতা মনোনয়নপত্র নিয়েছেন

Icon

আহমেদ মুসা, চট্টগ্রাম

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির অর্ধশত নেতা মনোনয়নপত্র নিয়েছেন

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিপরীতে বিএনপির অর্ধ শতাধিক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি আসনে ৯ জন বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা রয়েছে। আবার কয়েকটি সংসদীয় আসনে একক প্রার্থীও রয়েছেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র নেওয়া হয়েছে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে। এখানে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর ৫ জন করে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এবং চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে। আর একক প্রার্থী রয়েছে চট্টগ্রাম-১০ (খুলশি-ডবলমুরিং-পাহাড়তলী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে।

১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রার্থী হওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর পর্যন্ত। বেশির ভাগ আসন থেকে একাধিক বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব কম। শুধু চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি নেতা লেয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ১৬টি সংসদীয় আসনের মধ্যে দুই দফায় ১৪টিতে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে কোনো প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির ৯ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- দক্ষিণ জেলা শাখার সাবেক সহসভাপতি মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বিএনপির কর্মী মোহাম্মদ ইখতিয়ার হোসেন, মোহাম্মদ আল হেলাল, এম এ হাশেম রাজু, মহসিন জিল্লুর করিম, এজাজ আহমদ চৌধুরী ও জাকির হোসেন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির ৫ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও দলীয় প্রার্থী করা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশাকে। তিনি ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক রফী উদ্দিন ফয়সাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম।

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালি) আসনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান দলীয় প্রার্থী। এই আসনে নগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সামছুল আলম মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া মনোনয়ন নিয়েছেন বিএনপির কর্মী বিপ্লব দে ও শাহজাদা মোহাম্মদ আহসান উল্লাহ।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এ এ জেড আমিন খানের ছেলে জিয়াদ আমিন খান এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরেক নুরুল আমিন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক দলের প্রার্থী। এর বাইরে ফরম নিয়েছেন সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান, নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং বিএনপির কর্মী সৈয়দ সাদাত আহমেদ।

৩ জন করে প্রার্থী রয়েছে যেসব আসনে : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। এ ছাড়া মনোনয়নপত্র নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার এবং বিএনপি কর্মী ছালাহ উদ্দিন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং প্রয়াত বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ ছাড়া এ আসনে ফরম নিয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও বিএনপি নেতা জসিম উদ্দিন সরকার। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম। এছাড়া এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্যসচিব হেলাল উদ্দিন। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে দলীয় প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন। এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ও জামাল হোসেন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ দলের প্রার্থী। এছাড়া ফরম নিয়েছেন মোহাম্মদ মহিবুল ইসলাম।

চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। এ ছাড়া নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানও এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দলের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম। স্বতন্ত্র হিসাবে ফরম নিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

একক প্রার্থী রয়েছে যেসব আসনে : চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনে দলের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন। এই দুজন বিএনপির মনোনীত প্রার্থী। আসন দুটি থেকে বিএনপির কোনো নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী যুগান্তরকে বলেন, বেশির ভাগ আসনে একাধিক নেতা মনোনয়ন নিলেও ২৯ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করে নেবেন। কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম