হেফাজতের তাণ্ডবের পর ধরপাকড়
কিশোরগঞ্জ শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ৯
মাদ্রাসার ২০ ছাত্র বহিষ্কার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও শেরপুরে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ নেতাকর্মী ও আশুগঞ্জ উপজেলা শাখার ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ, কিশোরগঞ্জের মাওলানা জামি ও শেরপুরের নকলার হেফাজত সদস্য আসাদুজ্জামান মানিককে গ্রেফতার করা হয়। এদিকে তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার এক মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এ সম্পর্কে যুগান্তর প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার জেলা পুলিশের বিশেষ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: তাণ্ডবের ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হয়। শনাক্তদের মধ্যে সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কারি মোজাম্মেল হকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় ৩৭৫ জনকে গ্রেফতার করা হলো।
জামিয়া মাদ্রাসার ২০ ছাত্র বহিষ্কার : তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হক জানান, সোমবার রাতে ২০ ছাত্রকে বহিষ্কার করা হয়। তারা হলো : কওমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আশেকে এলাহী, সাধারণ সম্পাদক আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও কওমি ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার। তাদের বয়স ২০-২২ বছরের মধ্যে। এর আগে অবশ্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হেফাজতের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান বলেছিলেন, তাণ্ডবের ঘটনায় মাদ্রাসাছাত্ররা জড়িত নয়।
আশুগঞ্জ : নাশকতার ঘটনায় হেফাজতের আশুগঞ্জ উপজেলা শাখার ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে আশুগঞ্জ বাজারের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি ওবায়দুল্লাহ মাদ্রাসাটির প্রিন্সিপাল ও আশুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, ওবায়দুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ : হেফাজতের সাবেক কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, জামী সতাল দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল এবং জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তে ইসলামের সভাপতি। তাণ্ডবের ঘটনায় করা মামলার অন্যতম আসামি জামী পলাতক ছিলেন।
শেরপুর : নকলা উপজেলার বারমাইসা থেকে হেফাজত সদস্য আসাদুজ্জামান মানিককে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বারমাইসার ইসলাম আলীর ছেলে মানিকের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায়ও মামলা রয়েছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, মানিককে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
