চট্টগ্রামে মতবিনিময় সভা
নগর আ.লীগের সম্মেলন হবে নভেম্বরের পরে: মাহবুবউল আলম হানিফ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ড ও থানাপর্যায়ে সম্মেলন নভেম্বরের মধ্যেই শেষ করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন তথা সম্মেলন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। করোনার প্রকোপের বিষয়টি মাথায় রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে তৃণমূলকে সংগঠিত করা, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিগত সিটি নির্বাচনে অংশ নিয়েছে তাদের দলের ওয়ার্ড ও থানা কমিটিতে না রাখা, নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন, ত্যাগী নেতাদের মূল্যায়ন, যুদ্ধাপরাধী ও অপকর্মের সঙ্গে জড়িতদের দলে না ভেড়ানোর ব্যাপারেও দলের নেতাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রামে দুদিনের সাংগঠনিক সফরে জেলা ও নগর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার সকালে তিনি গণমাধ্যমকে মতবিনিময় সভা ও এতে দেওয়া নির্দেশনার বিষয়টি অবহিত করেন। চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও নগর নেতাদের সঙ্গে নিয়ে পৃথক বৈঠক করেন তিনি। বিকালে নগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
হানিফ বলেন, জুনের শেষপর্যায়ে ও জুলাইয়ে করোনার প্রকোপ মাথায় রেখেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচি করা হবে। আগস্ট শোকের মাস। মাসব্যাপী শোক পালন করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডের ইউনিটপর্যায়ে সম্মেলন করে ওয়ার্ড সম্মেলন শেষ করতে হবে। নভেম্বরে থানাপর্যায়ের সম্মেলন শেষ করতে হবে। সব প্রস্তুতি শেষ হলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমতি ও শিডিউল নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করতে হবে।
হানিফ আরও বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী ছিল। এখনো আছে। এই শক্তিশালী সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে যাতে ভবিষ্যতে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় চট্টগ্রাম থেকেই নেতৃত্ব দেওয়া যায়।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন হানিফ। চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এ বৈঠক ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ছাড়াও প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদের, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মাহবুবউল আলম হানিফ নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন বৈঠকে মিলিত হন।
