Logo
Logo
×

নগর-মহানগর

মহিলা লীগ নেত্রীর নিয়ন্ত্রণে পূর্বাচলের মাদক সিন্ডিকেট

নারী নির্যাতন, জমি জবরদখলের অভিযোগ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জেলার রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মহিলা লীগ সভাপতির দায়িত্বে থেকে বিগত ১২ বছর ধরে দেখাচ্ছেন ক্ষমতার দাপট। নিজে নেত্রী হয়ে স্বামী নূর মোহাম্মদকে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করে তাদের দিন ছেলেকে দিয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন পূর্বাচলে। শুধু তাই নয়, স্থানীয় নিরীহদের জমি দখল, এমনকি সামাজিক সংগঠনের নামে থাকা জমি, মাদ্রাসার জমি জোর করে দখলে রেখে দেখিয়েছেন পারিবারিক ক্ষমতার দাপট। স্থানীয় থানা পুলিশ ও প্রশাসন এমনকি জনপ্রতিনিধিদের কাছে বিচার চাইতে গিয়ে উলটো হয়রানির শিকার হয়েছেন গ্রামের শতাধিক পরিবার। এমন ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। গোয়ালপাড়া এলাকার অর্ধশতাধিক বাসিন্দা বিভিন্ন দপ্তরে দেওয়া তাদের লিখিত অভিযোগপত্র নিয়ে এই প্রতিবেদককে জানান, রূপগঞ্জ সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার ও তার তিন ছেলের অত্যাচারের শিকার হয়েছেন স্থানীয় নিরীহ বাসিন্দারা। তার তিন ছেলে শফিকুল ইসলাম ওরফে ইয়াবা শফি, রাশিদুল ইসলাম, তরিকুল ইসলাম তারেককে দিয়ে পূর্বাচলের ২নং সেক্টর এলাকায় মাদকসহ ত্রাসের রাজত্ব গড়ে তোলেন। গত ৫ অক্টোবর পাঁচ হাজার পিস ইয়াবাসহ শফির একটি বড় চালান ধরা খায় চট্টগ্রামের লোহাগাড়া থানায়। অভিযোগ রয়েছে, শফিকুল ইসলাম তার প্রথম স্ত্রী গোলেনুর আক্তারকে ১০ বছর আগে নির্যাতন করে হত্যা করেন। সে সময়ও তার মা সভাপতি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে তার শ্বশুরবাড়ির লোকজন গ্রামবাসী নিয়ে বিচার চাইতে এলে মারধর করে আটকে রাখেন। পরে জমি লিখে দিয়ে স্ত্রী হত্যার অভিযোগ থেকে আপস করে মামলা তুলে নেন।

তাদের অত্যাচারের শিকার হওয়া গোয়ালপাড়ার আলী হোসেনের ছেলে সবুজ মিয়া বলেন, তাদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে পশ্বি মৌজার ১৬ শতক জমি জোর করে দখল করতে গত ১৭ জানুয়ারি রাতে দোকান ঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ১৮ জানুয়ারি থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ। এভাবে গোয়ালপাড়া তরুণ সংঘের তিন শতক, মাদ্রাসার নামে থাকা ৫ শতক জমি জোর করে দখলে রাখেন রাবেয়া ও তার পরিবারের সদস্যরা। তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি নূর মোহাম্মদের সহোদর দিল মুহাম্মদ। তিনি আরও বলেন, তারা অন্যের জমি দখল করতে ভুয়া দাতা সাজিয়ে মামলার সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন। এমন এক ঘটনায় পশ্বি মৌজায় ১০৫ শতক জমি আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে।

ভুক্তভোগী অপর পরিবারের সদস্য ফারুক মিয়া বলেন, গ্রামের লোকজন তাদের অত্যাচারের সমালোচনা করলে মহিলা লীগ নেত্রী রাবেয়া মামলা দিয়ে হয়রানি করেন। এভাবে শতাধিক পরিবারকে তারা মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। এমন ভুক্তভোগী পরিবারের অন্যরা হলেন- গোয়ালপাড়া এলাকার কিবরিয়া, মহসিন, সুমন, মাছুম, জয়নাল, ফারুক, আরমান মোল্লাহ, জুয়েল, সোহেল, রবিউল্লাহ, বাতেন, আমিন, শামীম, নোয়াব আলীসহ অনেকে।

এসব বিষয়ে অভিযুক্ত রাবেয়া বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খারাপ হলে দল আমাকে এত বছর সভাপতির পদে রাখত না। তবে আমার ছেলেরা কী করে না করে তা নিয়ে আমার কিছু বলার নেই। সবাই জমির ব্যবসা করে। আমরা করলে দোষ কী? এতে দখলের ঘটনা থাকতেই পারে।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সংশ্লিষ্ট মহিলা লীগ নেত্রী ও পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রমাণিত হলে অবশ্যই আইনি ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম