Logo
Logo
×

নগর-মহানগর

৪৮ বছর পর বাবা-ছেলের মিলন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালা মিয়ার বয়স তখন ৬ মাস। মায়ের সঙ্গে ঝগড়া করে দেশ ছেড়ে ভারতে চলে যান তার বাবা আমজাদ আলী। তাই কখনো ‘বাবা’ বলে কাউকে ডাকার সুযোগ হয়নি তার। বাবার আদর-যত্ন-ভালোবাসা পাননি কালা। অবশেষে সে কালা মিয়ার ‘বাবা’ ডাকার স্বপ্ন পূরণ হয়েছে। ৪৮ বছর পর বাবাকে ফিরে পেয়েছেন। এখন তিনি তার মাকে ফিরে পেতে চান।

৯ জানুয়ারি হঠাৎ কালা মিয়ার মোবাইলে তার পৈতৃক বাড়ি ময়মনসিংহ থেকে তাকে কল দেন এক আত্মীয়। ওই আত্মীয় জানান, কালা মিয়ার খোঁজে তার বাবা এসেছেন। এ খবর পেয়ে ওইদিন রাতেই কালা মিয়া তার ছেলে, নাতি-নাতনিসহ সপরিবারে সিলেট থেকে ময়মনসিংহ রওয়ানা হন। জন্মদাতা পিতাকে চোখের সামনে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন কালা মিয়া। বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদেন। তার বাবাও ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন। এরপর কালা মিয়া বাবাকে নিয়ে ফেরেন সিলেটে। কালা মিয়া, সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় স্ত্রী, ছেলে, নাতি-নাতনি নিয়ে বসবাস করেন। তাদের মূল বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায়। তার মা হাজেরা খাতুনের বাবার বাড়ি নেত্রকোনা জেলার বারাড্ডা থানায়।

কালা মিয়া বলেন, আমার বয়স যখন ৮ বছর তখন কুষ্টিয়ায় চাকরিতে যাওয়ার সময় মাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আর তার মায়ের কোনো খোঁজ মেলেনি। ১২ বছর পর পাকিস্তানের করাচি থেকে তার মা চিঠি পাঠান। তখন তিনি চিঠিতে জানান, তিনি পাকিস্তানে আছেন। সেখানে তিনি স্থানীয় একজনকে বিয়ে করেছেন ও তার পাঁচ সন্তান রয়েছে। কালা মিয়া সাংবাদিকদের বলেন, এখন বাবাকে ফিরে পেয়ে মায়ের জন্য কষ্ট হচ্ছে। কারণ আমি এখন জানি না আমার মা বেঁচে আছেন নাকি মারা গেছেন। যদি আমার মা বেঁচে থাকেন তাহলে একবার হলেও আমি আমার মাকে দেখতে চাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম