চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন মার্চেই
বিরোধ মেটাতে কেন্দ্রের নির্দেশনা
শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন মার্চের মধ্যেই অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্র। জাতীয় নির্বাচন সামনে রেখে স্থানীয় সংসদ-সদস্যদের সঙ্গে সমন্বয় করে এ সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে কোনো গ্রুপিং-কোন্দল যাতে না হয় সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকায় বুধবার চট্টগ্রাম বিভাগের নেতাদের নিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা সমন্বয় সভা করেন। এ সভা থেকেই এসব নির্দেশনা দেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
রাজধানীর পার্লামেন্ট মেম্বার ক্লাবে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা।
জানা গেছে, এর আগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য দুই দফা তারিখ ঘোষণা করা হয়। প্রথম দফা গত বছর ৩ অক্টোবর এবং দ্বিতীয় দফায় একই বছর ১৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। এ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ পর্যায়ক্রমে আওতাধীন ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন করার কাজ শুরু করে। অধিকাংশ ইউনিট সম্মেলন সম্পন্ন হওয়ার পরও শেষ দিকে এসে তা থমকে যায়। এ অবস্থায় তারিখ ঘোষণার পরও দুই দফায় নগর সম্মেলন পেছানো হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগে বর্তমানে দুটি ধারা সক্রিয় রয়েছে। নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা এখন সক্রিয়। সূত্র অভিযোগ করেছে, নগর সম্মেলন হলে কে আসবেন নেতৃত্বে, আধিক্য থাকবে কোন গ্রুপের-মূলত এমন প্রশ্নেই বারবার একটি পক্ষ সম্মেলন হোক, এটা চাইছে না। যে কারণে বারবার পিছিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন যুগান্তরকে বলেন, বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকেই আমি নগর সম্মেলন করার জন্য বহুবার উদ্যোগ নিয়েছি। কিন্তু কখনও কেন্দ্রের সিগন্যাল না পাওয়ায়, কখনো সাংগঠনিক নানা কাজ- জনসভা, মেয়র নির্বাচনসহ নানা কারণে সম্মেলন করা হয়ে ওঠেনি। কেন্দ্র থেকে আগামী মার্চে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে আমরা সম্মেলন করতে চাই।
জানা গেছে, চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের ১৩২টি ইউনিট আছে। ১২০টির সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪৪ ওয়ার্ডের মধ্যে ৩ ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এখন বাকি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন আয়োজন করা হবে। এরপরই নগর সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনিট শাখার সম্মেলন ২০২১ সালের ১৬ নভেম্বর শুরু হয়েছিল। প্রথম দিন থেকেই সম্মেলনস্থল ঘিরে অবস্থান, পালটা সম্মেলন, এমনকি জ্যেষ্ঠ নেতাকে অবরুদ্ধ করে রাখার মতো ঘটনাও ঘটে। নওফেলের অনুসারীদের সদস্য ফরম না দেওয়া, সম্মেলনে তাদের আমন্ত্রণ না জানানো, একপক্ষীয় সম্মেলন আয়োজন ও কমিটিতে জ্যেষ্ঠদের বাদ দেওয়ার অভিযোগ উঠতে থাকে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকেই তৃণমূলের সম্মেলন স্থগিত করা হয়। পরে অধিকাংশ ইউনিটের সম্মেলন শেষ করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ কেন্দ্র থেকে নগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৩ সালের ১৩ নভেম্বর। এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। ২০১৭ সালে মহিউদ্দিন চৌধুরী মৃত্যুর পর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সেই কমিটি এখনও বলবৎ আছে।
