বগুড়ায় রোহানের লাশ নিয়ে বিক্ষোভ অবরোধ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় হত্যাচেষ্টা মামলার আসামি রোহান চৌধুরীকে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ করা হয়েছে। মাটিডালি-বনানী দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে মানিকচক বন্দরে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় প্রায় ১৫ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রোহানের স্বজনরা মামলা করতে আসবেন।
গ্রামবাসী বলেন, রোহান চৌধুরী বগুড়া সদরের মানিকচক গ্রামের কামাল চৌধুরীর ছেলে। বগুড়া সদর উপজেলার মানিকচক গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে নয় মামলার আসামি মেহেদী হাসান শাওনের সঙ্গে মুরগি ব্যবসায়ী সেলিম মিয়ার বিরোধ চলছিল। ২০ সেপ্টেম্বর রাতে কুটুরবাড়ি মধ্যপাড়ায় শাওন ও তার লোকজন পথরোধ করে সেলিমকে কুপিয়ে জখম করেন। এদিকে মঙ্গলবার রাতে সেলিমের পরিবারের সদস্যরা ওই মামলার আসামি রোহান চৌধুরীকে আটক করেন। পরে তাকে পুলিশে না দিয়ে মারপিট করে ছেড়ে দেন। এর প্রতিশোধ নিতে বুধবার সকালে রোহান ও তার লোকজন সেলিম মিয়ার বাড়িতে হামলা করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেলিমের লোকজন জয়বাংলা হাট এলাকায় রোহান চৌধুরীকে আটক করেন। তাকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মারধরে আহত হন সেলিম নামে অপর আসামি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রোহান চৌধুরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন বলেন, স্বজন ও এলাকাবাসী মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ করেছেন। পরে তাদের অনুরোধ তারা সরে যান।
