Logo
Logo
×

নগর-মহানগর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বগুড়ার ৭টি আসনে নৌকা চান ৫৩ জন

‘বসন্তের কোকিল’র সংখ্যা বেশি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার সাতটি সংসদীয় আসনে নৌকার টিকিট পেতে চান ৫৩ জন। এরমধ্যে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে নয়জন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নয়জন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আটজন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পাঁচজন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আটজন, বগুড়া-৬ (সদর) আসনে ছয়জন এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আটজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের অধিকাংশই ‘বসন্তের কোকিল’। রাজনীতি ও মানুষের সঙ্গে সম্পর্ক না থাকলেও নির্বাচনের আগে তারা নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। নিয়োগ প্রশ্ন ফাঁসে গ্রেফতার, বিএনপি ঘরানার, টাকা দিয়ে অন্যের নাম কেটে দলে ঢুকে বড় পদলাভকারী হাইব্রিড নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘বোন’ পরিচয়ধারী, দলে বিভাজন সৃষ্টিকারী কয়েকজন নেতা-নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অবস্থা বেগতিক দেখে নারী মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ এখন বলছেন, আমরা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। তবে এখন মনোনয়ন কেনার কারণ হলো দলের ফান্ডে সহযোগিতা করা।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা, বগুড়া সদর বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল বগুড়া-৭, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. শোকরানা বগুড়া-১ এবং সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম বগুড়া-২ আসনে মনোনয়ন তুলেছেন। জাতীয় পার্টির কয়েকজন নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ সেই তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনের বর্তমান সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, মনোনয়ন পাওয়ার প্রত্যাশা সবারই থাকে। আমার মনোনয়ন না পাওয়ার কোনো কারণ নেই। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ-সদস্য হাবিবর রহমান জানান, নৌকার টিকিট পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। কারণ, এলাকায় তার ভালো অবস্থান। এ আসনে মনোনয়নপ্রত্যাশী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-৫ বাদে অপর ছয়টি আসনে আওয়ামী লীগ, সাবেক বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে মোট ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম