ফিরে দেখা ২০২৩
আইনশৃঙ্খলা নিয়ে আলোচনায় এক ডজন ঘটনা
সিরাজুল ইসলাম
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিদায় নিচ্ছে ২০২৩ সাল। নতুন বছরকে স্বাগত জানাতে শুরু হয়েছে নানা প্রস্তুতি। পাশাপাশি আলোচনা চলছে বিদায়ি বছরের নানা ঘটনা নিয়ে। অন্তত এক ডজন ঘটনা ছিল বিদায়ি বছরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এগুলো হলো-বঙ্গবাজারে আগুন, বিমানবন্দরে কাস্টমসের ভল্ট থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ গায়েব, পাহাড়ে নতুন জঙ্গি সংগঠনের আবির্ভাব ও পতন, তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আইনজীবী নিহত, অলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিংবডির সদস্যের সঙ্গে ছাত্রীর বিয়ে, এডিসি হারুন-সানজিদা কাণ্ড, কবজি কেটে টিকটক ভিডিও তৈরি, পুলিশের বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ চিত্রনায়িকা মাহির, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পুলিশ হত্যার আসামি আবরার খানকে দুবাইয়ে আবিষ্কার, সেন্ট্রাল হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যু এবং সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড।
বিদায়ি বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল বঙ্গবাজার মার্কেটে আগুন। ৪ এপ্রিলের এ ঘটনায় আগুন নেভাতে সময় লেগে যায় প্রায় ৭৫ ঘণ্টা। আগুনে ভস্মীভূত হয় ৫ হাজার দোকান। ক্ষতিগ্রস্ত হয় অন্তত ২০ হাজার পরিবার।
১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রোলপাম্প ও বিজি প্রেসের মাঝের সড়কে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন আইনজীবী ভূবন চন্দ্র শীল। তার মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। এ ঘটনায় আরও দুই পথচারী আহত হন।
চলতি বছর বগুড়ার কাহালু উপজেলা থেকে শুরু করে গুলশান পর্যন্ত নির্বাচন করতে আসা ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর দফায় দফায় হামলা করে সরকারদলীয় নেতাকর্মীরা। সর্বশেষ ২৩ ডিসেম্বর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নৌকার সমর্থকদের হামলার শিকার হন তিনি। নিয়মনীতির তোয়াক্কা না করে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন ওই প্রতিষ্ঠানের গভর্নিংবডির দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদ (৬০)। বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আলোচিত এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়। পরে মোশতাক প্রতিষ্ঠানটির গভর্নিংবডির সদস্য পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
বছরের আলোচিত ঘটনাগুলোর অন্যতম ছিল ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরি। আলোচিত এ ঘটনায় ডিবি পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃরা সবাই কাস্টমস হাউজের কর্মকর্তা-কর্মচারী।
ডিএমপির এডিসি (প্রত্যাহার হওয়া) হারুন-অর রশিদ ও সানজিদাকে নিয়ে অপ্রীতিকর ঘটনাটি ছিল বছরের অন্যতম আলোচিত বিষয়। সানজিদা বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে উপস্থিত হন এডিসি হারুন। ওই সময় সেখানে হাজির হন সানজিদার স্বামী ও ছাত্রলীগের কয়েকজন নেতা। শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এর আগে বারডেম হাসপাতালে এডিসি হারুনের ওপর ছাত্রলীগ নেতারা চড়াও হলে তাদের ধরে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। চলে রাতভর নির্যাতন। এতে বিব্রত অবস্থায় পড়ে পুলিশ প্রশাসন। সানজিদা ও হারুনকে ডিএমপি থেকে বদলির আদেশ দেওয়া হয়।
বছরের রক্ত হিম করা একটি ঘটনা ছিল হাতের কবজি কেটে টিককট ভিডিও বানানো। মোহাম্মদপুরে আরমান নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার পর সেটি দিয়ে টিকটক ভিডিও বানায় সন্ত্রাসীরা। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মামলার পর এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে র্যাব-২।
চিত্রনায়িকা মাহিয়া আক্তার মাহি পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ আনেন। পরে এই ঘটনায় গাজীপুরের পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়। ১৭ মার্চ মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। এছাড়া পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনের নামে আরেকটি মামলা করে পুলিশ। এরই মধ্যে মাহি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
১৩ আগস্ট মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর একে একে খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আছেন ডা. ইউনুচ উজ্জামান খান তারিম, ডা. লুইস সৌরভ সরকার, ডা. মুসতাহিন হাসান লামিয়া, ডা. শর্মিষ্ঠা মন্ডল এবং ডা. নাজিয়া মেহজাবিন তিশা। তারা প্রত্যেকেই প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি দুবাইয়ে পলাতক আরাভ খানকে নিয়ে হঠাৎ দেশজুড়ে হইচই শুরু হয়। এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। আরাভ খানের উত্থান ও তার কর্মকাণ্ড নিয়ে নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করে। তাকে বিচারের মুখোমুখি করতে নানা উদ্যোগ নেওয়া হয়। তবে ইন্টারপোলের রেড নোটিশের পরও আরাভ খানকে ধরা সম্ভব হয়নি।
রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মা মাহবুবা আক্তার আঁখির মৃত্যুর ঘটনা ছিল বেশ আলোচিত। আঁখি শুরু থেকে ডা. সংযুক্তা সাহার কাছে চিকিৎসা নিচ্ছিলেন। ৯ জুন তিনি প্রসব বেদনা নিয়ে সেন্ট্রাল হাসপাতালে গেলে এক প্রকার জোর করেই তাকে ওটিতে নেওয়া হয়। পরদিন ১০ জুন সেন্ট্রাল হাসপাতালে নবজাতক মারা যায়। এরপর লাইফ সাপোর্টে থাকা আঁখিও মারা যান।
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় সেই এলাকার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আলম বাবুর সমর্থকরা তার ওপর হামলার করে। নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
